নিজস্ব প্রতিনিধি :
৯ আগষ্ট বিকালে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা হাইওয়ে থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ইটাখোলা মোড় থেকে একটি হাইয়েজ গাড়িতে তল্লাশি চালিয়ে ১০ ব্যাগ (২০)কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এসময় মাদক বহনকারী গাড়িটি ও ইটাখোলা হাইওয়ে থানায় আটক রয়েছে। মাদক কারবারিরা হলো আখাউড়ার সাইফুল ইসলাম ও সরাইল উপজেলার আবদুর রহমান তামিম। গ্রেফতারকৃত মাদক কারবারিরা জানায় এযাবৎকালের মধ্যে তারা ৩ টি মাদকের চালান পাচার করেছে। পরে গ্রেফতারকৃতদের শিবপুর থানায় সোপর্দ করা হয়।