নিজস্ব প্রতিনিধি : নরসিংদীর শিবপুর উপজেলার আয়ুবপুর ইউনিয়ন বিএনপি’ ও অঙ্গ সংগঠনের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর সংগ্রাম সাফল্য গৌরবের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ৩রা সেপ্টেম্বর রবিবার সকাল ১০ ঘটিকায় ইউনিয়নের ত্রিশাল নতুন বাজার দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আবুছালেক রিকাব্দার। আয়ুবপুর ইউনিয়ন যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য মোঃ আরমান ভূঁইয়ার সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুয়েল ভূঁইয়া। এ সময় আর উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপি’র সদস্য রাশেদুল ইসলাম স্বপন, আয়ুবপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন ভূঁইয়া যুবরাজ ,নরসিংদী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক দোলন ভুঁইয়া , আয়ুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইয়ামিন , শিবপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির পারভেজ ,উপজেলা যুবদলের সদস্য উজ্জ্বল মৃধা , রনি ভূঁইয়া ,সোহাগ ভুঁইয়া,ইব্রাহিম ও আয়ুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।