১৫ ই নবেম্বর ২০২১
নরসিংদী সদর দলিল লেখক সমিতির উপদেষ্টা ও সিনিয়র দলিল লেখক হাজী মোঃ লুৎফর রহমান (লাল মিয়া) এর মৃত্যু ভাতা প্রদান দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব নূর আলম ভূইয়া, সভাপতি বাংলাদেশ দলিল লেখক সমিতি,বিশেষ অতিথি, আবুল কালাম মোঃ মুন্জুরুল ইসলাম,জেলা সাব রেজিস্ট্রার, নরসিংদী, প্রধান আলোচক,নীহার রঞ্জন বিশ্বাস, সদর সাব রেজিস্ট্রার নরসিংদী, আলহাজ্ব আতাউর রহমান ভূইয়া, উপদেষ্টা সচিব,নরসিংদী সদর দলিল লেখক সমিতি,আলহাজ্ব মোঃ বদরুজ্জামান সরকার, উপদেষ্টা, নরসিংদী সদর দলিল লেখক সমিতি,উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সাখাওত হোসেন( নান্নু মোল্লা), সভাপতি নরসিংদী সদর দলিল লেখক সমিতি।
সাধারণ সম্পাদকের অনুপস্থিতে অনুষ্ঠান সঞ্চালনা করেন জহিরুল ইসলাম (জহির) সিনিয়র সহ সভাপতি, নরসিংদী সদর দলিল লেখক সমিতি।
এসময় সমিতির সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি নূর আলম ভূইয়া বলেন,ভুমি অফিসে নায়েবদের কে জমি খারিজ করতে হলে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা দিতে হয়।আমি নিজেই এই ভুক্তভোগী। একটা জমি খারিজ করতে নায়েব আশি হাজার টাকা আমার কাছ থেকে নিয়েছে। তাই জেলা প্রশাসক মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি এর প্রতিকারের জন্য।
হাজী লুৎফর রহমান এর পরিবারের সদস্যদের পাঁচ লক্ষ টাকার চেক প্রদান করেন।