সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
লেবুতলা ইউনিয়ন কৃষক দলের নতুন কমিটি গঠন কবর বাসীর মাগফিরাত কামনায় হেরার আলো ইসলামী পাঠাগারের আয়োজনে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত রায়পুরা উপজেলায় জয়িতা অন্বেষণে সম্মাননা প্রদান নরসিংদীতে পুলিশ সংস্কার কমিশনের প্রধানের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মনোহরদীতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত এবং ২০ টি গাড়ি ভাংচুর রায়পুরায় আওয়ামী লীগের দুটি গ্রুপের সংঘর্ষে দুই ইউপি সদস্য নিহত ১০ জন আহত নরসিংদীতে ’চিটাগাং ইউনিভার্সিটি এক্স-স্টুডেন্টস ফোরাম কমিটি গঠন শিবপুরে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণের শুভ উদ্বোধন নরসিংদীতে চুরি করে বাজারে বিক্রি করার সময় টিসিবির ৩০ বস্তা চাল আটক
শিবপুরে আপন ভাই কতৃক জোরপূর্বক বন্ধকী জমি দখলের চেষ্টা

শিবপুরে আপন ভাই কতৃক জোরপূর্বক বন্ধকী জমি দখলের চেষ্টা

আবুনাঈমরিপন ঃ নরসিংদী শিবপুর উপজেলার দুলাল পুর ইউনিয়ন এর ভিটিচিনাদী গ্রামের লালমিয়া(৫০) ২০০৩ইং /২০০৪ইং সালে ১৪ গন্ডা ফসলী বন্ধকী সম্পত্তি ২৫,০০০টাকায় ভোগ দখল করে আসছে। লালমিয়ার আপন ভাই আসাদ মিয়া,(৩৫) গংরা গত ১৫ইং নভেম্বর সকালের দিকে জোরপূর্বক বন্ধকী জমি দখলের অপচেষ্টা করে। এ সময় লালমিয়া ও তার স্ত্রী তসলিমা আক্তার সেতু (৪০) বাধা প্রদান করলে, তাদেরকে হত্যার উদ্দেশ্যে তারা মিয়া(৫৫),শুকুর মিয়া(৩০) ইছাক মিয়া(২২),অরুফা (৪৫)সহ অজ্ঞাত বেশ কয়েকজন মিলে বেধরক মারপিট করতে থাকে, এবংবলতে থাকে, এ বিষয়ে মাথা ঘামালে প্রানে মেরে ফেলার হুমকি প্রদশর্ন করে।তাদের ডাক চিৎকারে, এলাকার লোকজন তাদের কে উদ্ধার করে। নিরুপায় ভুক্ত ভোগী লাল মিয়া নিরাপত্তার জনিত কারনে শিবপুর মডেল থানায় ১৫ইং নভেম্বর এ ব্যাপারে একটি অভিযোগ দাখিল করেন। অসহায় পরিবার টি নিরাপত্তা হীনতায় ভুগছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, বিষয়টি তদন্ত সাপেক্ষে জরুরী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার। তা না হলে যে কোন ধরনের দূর্ঘটনা ঘটার আশংকা করছেন এলাকা বাসী।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD