আবুনাঈম রিপন: নরসিংদীর ইটাখোলা-মঠখোলা-কটিয়াদী আঞ্চলিক মহাসড়কের উন্নয়নমূলক কাজ চলছে। এই কাজে নিয়ম না মেনে ব্যবহৃত হচ্ছে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট।সরেজমিনে গিয়ে দেখা যায়,এক্সভেটর ও ড্রাম ট্রাকসহ অন্যান্য ইকুইপমেন্ট চালানোর সময় ব্যবহৃত হচ্ছেনা বেরিকেশন,নিয়োজিত নেই কোন সিগন্যাল ম্যান।সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।তাছাড়াও,দুই পাশে বর্ধিত সড়কের মাটি খননের পর কাজ শেষে কোন প্রকার কোশন টেপ,ডেঞ্জার টেপ অথাবা বেরিকেশন টেপ ছাড়াই গভীর খননকৃত জায়গা উম্মুক্ত রেখেই চলে যাচ্ছে নিয়োগকৃত ঠিকাদার কোম্পানী। এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও নেই কোন তদারকি।কুয়াশাচ্ছন্ন শীতের রাতে যান চলাচল করতে গিয়ে যে কোন মুহুর্তে ঘটতে পারে দুর্ঘটনা! এ বিষয়ে জানতে, সওজের কর্মকর্তাদের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলেও তারা মোবাইল রিসিভ করেননি।