শনিবার, ২৭ Jul ২০২৪, ০৫:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে ভূমি অধিগ্রহণের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ নরসিংদী বেলাবতে ব্যবসায়ীর বাড়িতে হামলা,প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর. পক্ষ থেকে এমপিকে উষ্ণ সংবর্ধনা পলাশে তিন বছরের শিশু মাইশার লাস উদ্ধার আটক ৩ নরসিংদী জেলা শিবপুর উপজেলায় সরকারি ইটের সলিং রাস্তা উঠিয়ে ফেলেছে দুষ্কৃতকারীরা বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য অকুতোভয় রাজনীতিক প্রখ্যাত সাংবাদিক কামাল হায়দার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত এশাআতে দ্বীন নু্রানী তালিমূল কোরআন ক্যাডেট মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের মাঝে পু্রুষ্কার বিতরণ লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও করতে হবে……… আলহাজ্ব মোঃ সামসুল ইসলাম মোল্লা নরসিংদীর শিবপুর সাব রেজিস্ট্রার নেই ..হতাশায় গ্রাহক চিত্রশিল্পী আল-আমীনের আঁকা ছবি গুলো সংরক্ষণের প্রয়োজন
নরসিংদীতে ৫টি আসনে মোট মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৯ জন

নরসিংদীতে ৫টি আসনে মোট মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৯ জন

নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীতে  উৎসবমুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিলের শেষ দিন বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল থেকে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
 জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়নপত্র দাখিল করেন ।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ৫টি আসনে মোট মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৯ জন। এরমধ্যে ১২ জন স্বতন্ত্র প্রার্থী।
নরসিংদী- ১ (সদর) আসনে মোট প্রার্থী হয়েছেন ১০ জন। এরমধ্যে স্বতন্ত্র ৩ জন। প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম হিরু, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র কামরুজ্জামান, জাতীয় পার্টির মো: ওমর ফারুক, বাংলাদেশ সুপ্রীম পার্টির মো: শাহাজাহান মিয়া, বাংলাদেশ কংগ্রেস পার্টির মো: ইকবাল হোসেন ভুঞা, তৃণমূল বিএনপির মো: জলিল সরকার, স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী মো: জাকারিয়া, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো: ছবির মিয়া, জাকের পার্টির মো: আওলাদ হোসেন মোল্লা।
নরসিংদী- ২ (পলাশ) আসনে মোট প্রার্থী ৬ জন। এরমধ্যে স্বতন্ত্র ৩ জন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুল আশরাফ খান দিলীপ, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক উপকমিটির সদস্য আলতামাশ কবির, জাসদের প্রার্থী জায়েদুল কবির, জাতীয় পার্টির এএনএম রফিকুল আলম সেলিম, স্বতন্ত্র সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটন ও স্বতন্ত্র প্রার্থী আফরোজা সুলতানা।
নরসিংদী- ৩ (শিবপুর) আসনে মোট প্রার্থী ৮ জন। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী ৩ জন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফজলে রাব্বি খান, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা, তার স্ত্রী স্বতন্ত্র প্রার্থী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফেরদৌসী ইসলাম, জাতীয় পার্টির এএসএম জাহাঙ্গীর পাঠান, ইসলামী ঐক্যফ্রন্টের মো: নূরুজ্জামান, ন্যাশনাল পিপলস পার্টির ডা. মো: আফতাব হোসেন, তৃণমূল বিএনপির সুশান্ত চন্দ্র বর্মণ, স্বতন্ত্র প্রার্থী মো: মাসুম মৃধা।
নরসিংদী- ৪ (মনোহরদী-বেলাব) আসনে মোট প্রার্থী ৫ জন। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী ১ জন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য সাইফুল ইসলাম খান বীরু, জাতীয় পার্টির অ্যাডভোকেট কামাল উদ্দিন, মুক্তিজোটের এমদাদুল হক ভূলন, জাকের পার্টির মো: ফয়সাল মিয়া।
নরসিংদী- ৫ (রায়পুরা) আসনে মোট প্রার্থী ১০ জন। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী ২ জন। প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রাজিউদ্দিন আহমেদ রাজু, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধূরী, জাতীয় পার্টির প্রকৌশলী শহিদুল ইসলাম, ইসলামী ঐক্য জোট বাংলাদেশ এর মুফতি আ: কাদের মোল্লা, বিএনএফ এর বিটু মিয়া, জাসদের মাহফুজুর রহমান, বাংলাদেশ কংগ্রেস পার্টির মমতাজ মহল, জাকের পার্টির বিল্লাল মিয়া, গণফ্রন্টের নাজমুল হক শিকদার, স্বতন্ত্র প্রার্থী সোলেমান খন্দকার।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD