শিবপুর প্রতিনিধি : নরসিংদীর শিবপুর উপজেলা পুনর্গঠিত দুর্নীতি প্রতিরোধ কমিটির এক সভা ২৩ ডিসেম্বর শনিবার বিকেলে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন মোঃ আলমগীর। সভায় উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি শিক্ষক মোঃ মোখলেছ মোল্লা, শিক্ষক সেতারা বেগম,সাধারণ সম্পাদক ও লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আসাদুজ্জামান আসাদ,সদস্য শিক্ষক মোহাম্মদ কাইয়ুম ভুইয়া, সদস্য প্রভাষক মোঃ সায়েম খান,সদস্য শিক্ষক ঝর্ণা বেগম, সদস্য ব্যবসায়ী মোঃ নাসির আহমেদ ও সদস্য জয়নগর ডিগ্রি কলেজের সহকারী শিক্ষক ( গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) এ কে এম মাসুদ রানা।