নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে দৈনিক ইত্তেফাকের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় প্রেস ক্লাব মিলনায়তনে অনাড়ম্বর পরিবেশে দৈনিক ইত্তেফাকের নরসিংদী জেলা প্রতিনিধি নিবারণ রায়ের সভাপতিত্বে এবং নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাবেক সভাপতি হাবিবুর রহমান ও মাখন দাস, সাবেক সাধারণ সম্পাদক এম.এ. আউয়াল, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. কাজী নাজমুল ইসলাম, নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এএনএম মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহা, নরসিংদীর খবরের সম্পাদক অধ্যাপক সেতারা বেগম, রায়পুরা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ আমজাদ হোসেন প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর শাহ, রায়পুরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ইত্তেফাকের রায়পুরা প্রতিনিধি মোঃ মোস্তফা খান, শিবপুর উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন স্বপন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দৈনিক ইত্তেফাক জনগণের সীমাহীন ভালবাসাই দীর্ঘ পথ চলার প্রেরণা যোগিয়েছে। বঙ্গবন্ধু-মানিক মিয়া-বাংলাদেশ একই সূত্রে গাথা। ইত্তেফাক তার প্রতিষ্ঠাকাল থেকেই সময়ের দাবী মিটিয়ে এসেছে। জন্মলগ্ন থেকেই ইত্তেফাক বাংলাদেশকে স্বাধীন জাতি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সোচ্চার ভূমিকা রেখেছে। যাদের ত্যাগ, পরামর্শ ও ভাল বাসায় দৈনিক ইত্তেফাক এখনো মানুষের কল্যানে ভূমিকা পালন করে যাচ্ছে। রবীন্দ্রনাথ-বঙ্গবন্ধু-মানিক মিয়া-ইত্তেফাক একই সূত্রে গাথা। ইত্তেফাকের কোনো তুলনাই হয়না।