সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১০:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
শিবপুরে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণের শুভ উদ্বোধন নরসিংদীতে চুরি করে বাজারে বিক্রি করার সময় টিসিবির ৩০ বস্তা চাল আটক নরসিংদীতে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শিবপুরে পাঠান ফিলিং স্টেশনকে জরিমানা শিবপুরে নদীতে মাটি কাটায় মোবাইল কোট পরিচালনার মাধ্যমে জরিমানা নরসিংদীর পলাশে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই বন্ধুর নরসিংদীতে বিআরটিএর উদ্যোগে গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ ২৪ – ২৫ অনুষ্ঠিত নরসিংদীতে সুমন টেলিকম এর শুভ উদ্বোধন উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত মেসার্স শ্রী কৃষ্ণ ভান্ডার বেকারিতে তৈরি হয় মানহীন খাবার রায়পুরায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষক শিউলি আক্তার বদলি

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষক শিউলি আক্তার বদলি

নরসিংদী প্রতিনিধি: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি আক্তারকে বদলি করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সরকারি মাধ্যমিক শাখার সহকারী পরিচালক (মাধ্যমিক-১) দুর্গা রানী সিকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি আক্তার, নরসিংদী সদর, নরসিংদীকে কালিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালিগঞ্জ, গাজীপুরে এবং কালিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আহেদকে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নরসিংদী সদর, নরসিংদীতে পরবর্তী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বদলিভিত্তিক পদায়ন করা হয়েছে। জানা যায়, নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি আক্তারের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ে প্রবেশে বাধা, শিক্ষার্থীদের টাকা আত্মসাৎ, নিম্নমানের খাবার পরিবেশন ও অসৌজন্যমূলক আচরণসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলেন শিক্ষার্থীরা। যার প্রেক্ষিতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন তারা। এ দিকে সোমবার (২৯ জানুয়ারি) সকালে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান ফটকে সমবেত হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে ক্লাস বর্জন করেন। তবে এ সময় শিক্ষকদের স্কুলের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। পরে প্রধান শিক্ষকের বদলির খবরে আন্দোলনরত শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD