নিজস্ব প্রতিনিধি :নরসিংদী রায়পুরা উপজেলার চর আড়া লিয়া ইউনিয়নের উন্নয়নের রূপকার, সফল চেয়ারম্যান মোহাম্মদ হাসানুজ্জামান সরকারের সহধর্মিনী মোসাঃ মাসুদা জামান ইউনিয়নের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে, ইউনিয়নের জনগণের জীবনমান উজ্জীবিত রাখতে, জনগণের আশার প্রতিফলনের মুখে তিনি নির্বাচনে অংশ গ্রহন করছেন।
এ বিষয়ে এলাকাবাসী জানায়, হাসানুজ্জামান সরকার চেয়ারম্যান হওয়ার পূর্বে ইউনিয়নে কোন রাস্তা ঘাট ছিল না। আমাদের ইউনিয়নটি রায়পুরা উপজেলার একটি অবহেলিত ইউনিয়ন ছিল। হাসানুজ্জামান সরকার চেয়ারম্যান হওয়ার পর ইউনিয়নে রাস্তা ঘাট হয়েছে, রায়পুরার সাথে ব্রিজের মাধ্যমে যোগাযোগের ব্যবস্থা হয়েছে। তাই হাসানুজ্জামান সরকারের সহধর্মিণী মাসুদা জামান কে আমরা নির্বাচিত করে অবশিষ্ট কাজগুলো সমাধান করার সুযোগ দিব। মাসুদা জামান বলেন, আমার স্বামী মোহাম্মদ হাসানুজ্জামান সরকার নির্বাচন করতে অপারকতা প্রকাশ করলে, আমার স্বামীর নির্দেশে আমি আমার স্বামীর অবশিষ্ট কাজগুলো সমাধান করার জন্য আগামী ৯ মার্চ চেয়ারম্যান পদে নির্বাচনে ইউনিয়নের জনগণের দোয়া প্রার্থী।