নরসিংদীর শিবপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের ঘাসিরদিয়ায় উই ক্যান স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাশিদুল কবির ভূঁইয়া স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ শিবপুরের নৌকার প্রতিনিধি ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ ফজলে রাব্বি খান।
অনুষ্ঠানের উদ্বোধন করেন শিবপুর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ও বিশ্বাস গ্রুপের এক্সিকিউটিভ অফিসার শফিকুল ইসলাম মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উই ক্যান স্কুলের প্রতিষ্ঠাতা মোরশেদ ভূঁইয়া, ,বীর মুক্তিযোদ্ধা ফারুক ইকবাল কাজল,কবি আসাদ সরকার,পুটিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আমজাদ হোসেন,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফাইজুল ইসলাম শ্যামল প্রমূখ।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন তরুণ সমাজসেবক সোহেল খান।