নিজস্ব প্রতিবেদকঃ
শিবপুর উপজেলার সবুজ পাহাড় ডিগ্রি কলেজ পাহাড়ী অঞ্চলের শিক্ষার মান বৃদ্ধি করার জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল। স্থানীয় ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার প্রেরণা যোগিয়েছিল উক্ত প্রতিষ্ঠানটি। সুশীল সমাজের নিবির পর্যবেক্ষনে কলেজটি আজ আদর্শ বিদ্যাপিঠে পরিনত হয়েছে। কলেজ উন্নয়নের পেছনে অধ্যক্ষের ভূমিকা ছিল প্রশংসনিয়। ২০১০ ইং সনে অধ্যক্ষের দায়িত্ব নেয় উক্ত কলেজের শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন। অধ্যক্ষের দায়িত্ব নেওয়ার পর সাহসী ভূমিকা নিয়ে সফল নেতৃত্বের মাধ্যমে ডিগ্রি কলেজের আবেদন করা হয়। সকলের সহযোগীতা ও প্রচেষ্টায় আজ ডিগ্রি কলেজে উন্নীত হয়েছে। গত ১০ বছরে অধ্যক্ষের দুরদর্শিতার কাঠামোগত উন্নয়নসহ শিক্ষার মান অনেক বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ৬২ জন অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী নিয়ে কলেজটি পরিচালিত হচ্ছে। ৩ টি বিষয়ে অনার্স সহ প্রায় ১৪০০ অর্ধিক শিক্ষার্থী রয়েছে বর্তমান কলেজে। ২০২০ সালে এইচ.এস.সি পরীক্ষার্থী ছিল ৩৮৫ জন, নতুন ভর্তি হয়েছে ৪৯২ জন ও ভর্তি অপেক্ষামান আছে ৬০ জন। স্থানীয় সূত্রে জানা যায়, গিয়াস উদ্দিন স্যার অধ্যক্ষের দায়িত্ব নেওয়ার পর থেকে নিরলস পরিশ্রমের মাধ্যমে কলেজের ব্যাপক উন্নয়ন হয়েছে। যাহা সফলতা ও প্রশংসার দাবীদার তিনি। দীর্ঘ ১০ বৎসর তিনি কলেজটিকে নিজ সন্তানের মতো ভালোবেসে ব্যাপক উন্নয়ন সহ শিক্ষারমান বৃদ্ধি ও আদর্শ বিদ্যাপিঠে পরিণত করেছে।