সকল ষড়যন্ত্র মোকাবিলা করেই আওয়ামী লীগ জনগণের ও উন্নয়নের রাজনীতি করেই আজকে এ অবস্থানে এসেছে। আগামীতেও আমরা ষড়যন্ত্র মোকাবিলা করব। কোন হত্যার মাধ্যমে নয়। হত্যা কোন দিন কোন রাজনৈতিক সমাধান আনতে পারেনা। এটা প্রমানিত হয়েছে, বঙ্গবন্ধুর খুনিরা ভেবেছিল তাই। তবে তাদের উদ্দেশ্য সফল হয়নি। লোকমানের খুনিরা যে ভেবেছিল তাও ভুল প্রমাণিত হয়েছে এই জনতাই তার প্রমান। লক্ষ লক্ষ লোক এখনও তাকে ভালবাসে। এছাড়া লোকমান হোসেন এর স্মরণ সভায় অংশগ্রহণ না করার জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্যের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। সেই সাথে অংশগ্রহণ না করার কারন জানতে চেয়েছেন।
স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন, জেলার শিবপুর আসনের সংসদ সদস্য জহিরুল হক ভুইয়া মোহন, পলাশের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দীলিপ, নরসিংদী -গাজীপুরের মহিলা সংসদ সদস্য ও লোকমান হোসেনের সহধর্মীণি তামান্না নুসরাত বুবলী, জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভুইয়া, বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিনিয়র নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমীক লীগ,কৃষক লীগ, মহিলা লীগের নেতা-কর্মীগণ।