শিবপুর প্রতিনিধিঃ
নরসিংদী জেলায় শিবপুর উপজেলা আয়ূবপুর ইউয়িনের কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বন্যা প্রবণ ও নদী ভাঙ্গন এলাকায় বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ (৩য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় ২৮ নভেম্বর শনিবার সকালে এ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন নরসিংদী- ৩ শিবপুর আসনের সংসদ সদস্য ও নরসিংদী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন।এ সময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান,শিবপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুর রহমান খান ভুলু মাস্টার ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, আয়ূবপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মজিবুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।