শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
শিবপুরে জমি দখল সংক্রান্ত বিরুধে রাসেল মোল্লা ও জুয়েল রানার মধ্যে একাধিক অভিযোগ সহকর্মীদের ফুলেল শুভেচছায় সিক্ত হলেন মমতাজ নরসিংদীর পলাশে জমি সংক্রান্ত বিরুধের জের ধরে সন্ত্রাসী হামলা আহত ১ নরসিংদী’র কৃতি সন্তান প্রফেসর ড. মনিরুজ্জামান আর নেই বৈষম্য বিরোধী আন্দোলনে শিবপুরে শহীদ পরিবারকে তারেক রহমানের উপহার প্রদান নরসিংদীতে বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে যৌথ সভা বন্যা কবলিত এলাকায় উদ্ধার বিষয়ে মনিটরিং সেল চালু উদ্ধারকৃত ৬০অস্ত্র, গুলি ও ম্যাগাজিন নরসিংদী সেনাক্যাম্প র‍্যাব-১০ এর কাছে হস্তান্তর করেন নরসিংদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সেনাবাহিনীর একটি টিম কতৃক নরসিংদী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫টি অস্ত্র এবং বুলেট উদ্ধার
নরসিংদীর রায়পুরায় বিশিষ্ট কাপড় ব্যবসায়ীকে জড়িয়ে পোস্টার করায় এলাকাবাসীর তীব্র নিন্দা

নরসিংদীর রায়পুরায় বিশিষ্ট কাপড় ব্যবসায়ীকে জড়িয়ে পোস্টার করায় এলাকাবাসীর তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদকঃ

নরসিংদী রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের নলবাটা গ্রামে বালু ব্যবসাকে কেন্দ্র করে রফিকুল গং ও গোলজার গং এর মধ্যে বিরোধের জের ধরে সংঘর্ষে আহত গোলজার মেম্বারের পোস্টারিং-এ ব্যবসায়ীকে জড়িয়ে পোস্টার প্রচার করায় এলাকাবাসী তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে। ঘটনার বিবরণ ও মামলা সূত্রে জানা যায়, গত জুলাই মাসের ১০ তারিখ শুক্রবার সকাল ১১ ঘটিকায় গুলজার হোসেন গং অস্ত্রসস্ত্রে সজ্জিত হইয়া বালু ব্যবসায়ী রফিকুলের ইট, বালু ট্রলি দিয়ে ভরে নিয়ে যাচ্ছে। রফিকুলের স্ত্রী বাধা দিতে গেলে গোলজার গং এলাপাথাড়ি হামলা ও লুটপাট করে এবং এই বলে হুমকি দেয় গ্রামে ইট, বালির ব্যবসা করতে হলে গোলজারকে ৫ লক্ষ টাকা চাঁদা দিতে হবে। এই বিষয়ে রফিকুলের স্ত্রী শেফালী বেগম নরসিংদী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন, যাহার নং- রায়পুরা সি.আর মোকদ্দমা-২০৬/২০২০। উক্ত মামলায় গোলজার জেল হাজতে যায়। গুলজার জেল হাজত থেকে জামিনে মুক্তি পেয়ে রফিকুলের পরিবারের উপর ক্ষিপ্ত হয়ে ৩০ নভেম্বর পুণরায় হামলা করে। আত্মরক্ষার স্বার্থে রফিকুল পাল্টাপাল্টি হামলা করে। এতে গোলজার মেম্বার আহত হয়। আহত গোলজার মেম্বারের টেটাবিদ্ধ ছবিসহ পোস্টারিং-এ বিশিষ্ট কাপড় ব্যবসায়ী দেলোয়ার হোসেন ও মিস্টার কে জড়িয়ে সন্ত্রাসী বলে আখ্যায়িত করা হয়। এতে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসী জানায়, দেলোয়ার হোসেন ও মিস্টার বিশিষ্ট কাপড় ব্যবসায়ী। তাদের পৈত্রিক ভিটা-বাড়ী নলবাটায় আছে কিন্তু ব্যবসায়ীক কারণে তারা ঢাকায় অবস্থান করে। বিশেষ সামাজিক অনুষ্ঠান ছাড়া তারা এলাকায় আসে না। এমনকি ঘটনার দিনও তারা এলাকায় ছিল না। অথচ একটি পক্ষ তাদের সম্মানহানি ও বিশেষ ফায়দা লুটার জন্য তাদের ছবি জড়িয়ে পোস্টারিং করেছে এবং তাদেরকে সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেছে। এলাকাবাসী দেলোয়ার ও মিস্টারকে জড়িয়ে পোস্টার প্রচার করায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD