নিজস্ব প্রতিবেদকঃ
নরসিংদী জেলা নবগঠিত দুর্নীতি প্রতিরোধ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা জেলা প্রশাসক এর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ ডিসেম্বর) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এঁর সভাপতিত্বে নরসিংদী জেলা নবগঠিত দুর্নীতি প্রতিরোধ কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দেখানো স্বপ্ন সোপান অর্জনের জন্য আগামী তিন বছর সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের আহবান জানান। তিনি নতুন কমিটির সদস্যদের সমগ্র জেলায় বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে দুর্নীতি বিরোধী প্রচারণা চালানোর পরামর্শ দেন । তাছাড়া স্কুল কলেজের শিক্ষার্থীদের হৃদয়ে সততার বীজ বপন করার জন্য সততা স্টোর ও সততা সংঘ স্থাপনের জন্য অনুরোধ জানান। এ কার্যক্রম সফল বাস্তবায়নে জেলা প্রশাসন সর্ব প্রকার পৃষ্ঠপোষকতার আশ্বাস প্রদান করেন। জেলা প্রশাসক নতুন কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী সহ কমিটির অন্যান্য সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান।