নিজস্ব প্রতিবেদকঃ
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার খানেপুর বটতলায় ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ এম.পি। ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের ১ নং ওয়ার্ড সভাপতি গোলাম মোস্তফা সরকারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল কবির মৃধা, বিশেষ অতিথি ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক, ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম শফি, নরসিংদী জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব মাহফুজুল হক টিপু, পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি আমিনুল হক ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ শাহিন, ঘোড়াশাল পৌর যুবলীগের সভাপতি মোঃ মনির হোসেন মোল্লা, গজারিয়া, জিনারদী, ডাংগা, আমদিয়া, পাঁচদোনা, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সাধারন সম্পাদকগণ। অনুষ্ঠানে আসন্ন ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী নির্বাচন নিয়ে আলোচনা করা হয়।