নিজস্ব প্রতিবেদকঃ
নরসিংদী পৌরশহরে সাটিরপাড়া কে.কে ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জমিদার ললিত মোহন রায় এর মুর্যাল এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নবনির্মিত চারতলা একাডেমিক ভবন এর শুভ উদ্বোধন অনুষ্ঠান ৩১ শে ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় ইনস্টিটিউশন চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী লেঃ কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম বীর প্রতীক এমপি। সাটিরপাড়া কে.কে ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের সভাপতি ফারজানা নজরুল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সূর্য্য কান্ত দাস, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসার গোলাম মোস্তফা মিয়া, নরসিংদী জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র, নরসিংদী সরকাারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম মিল্কী ও করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যালয় গভর্নিংবডির সদস্য আলহাজ¦ মমিনুর রহমান। ইনস্টিটিউশন এর অধ্যক্ষ মোঃ নূর হোসেন ভূঞা সহ সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য করোনা মহামারীর প্রাদুর্ভাব এর কারণে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান পরিচালনা করা হয়।