নিজস্ব প্রতিবেদকঃ
গত ৩১শে ডিসেম্বর নরসিংদী মোসলেহ্ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম মার্কেটের ব্যবসায়ী সাহাদাত হোসেনের কাছে ইংরেজী নববর্ষ থার্টি ফাস্ট নাইট উদযাপনের জন্য চাঁদা দাবী করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে সন্ত্রাসী হামলায় আহত হয় স্টেডিয়াম মার্কেটের স্টাফ সহ ৩ জন। অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, একাধিক মামলার আসামী ১। সাকিব, পিতা- সানোয়ার, ২। আতিক, পিতা- আমজাদ, ৩। সালমান, পিতা- খোরশেদ আলম, ৪। নুরা সজিব, পিতা- অজ্ঞাত, ৫। তানজিদ, পিতা- অজ্ঞাত, ৬। সোহান, পিতা- অজ্ঞাত, ৭। কাউসার, পিতা- অজ্ঞাত, ৮। সিয়াম, সর্বসাং- বিলাসদী গং দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে স্টেডিয়াম মার্কেটে ব্যবসায়ী সাহাদাত হোসেনের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। ব্যবসায়ীরা চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে এলোপাথারি হামলা, ভাংচুর ও লুটপাট করে। হামলায় আহত হয় ফুটবলার সাহাদাত, পিতামৃত- আব্দুল মান্নান, ২। স্টেডিয়ামের স্টাফ সজিব, পিতামৃত- সাদেক মিয়া, ৩। আশিক মিয়া, পিতা- ইয়া রহমান। সজিব মারাত্মক রক্তাক্ত জখম অবস্থায় ঢাকা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আহত ফুটবলার সাহাদাত জানায়, থার্টি ফাস্ট নাইট পালন করার জন্য আমাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। করোনায় ব্যবসা মন্দা তাই আমরা চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে এ হামলা চালায়। মামলার বাদী ইয়াকুব জানায়, সন্ত্রাসীদের হামলায় আহতদের নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে তারা পুণরায় আবারও হামলা চালায়। উপায়ান্ত না দেখে নিরাপত্তার জন্য নরসিংদী মডেল থানায় আশ্রয় নিয়ে পুলিশি সহযোগিতায় এ্যাম্বুলেন্স যোগে উন্নত চিকিৎসার জন্য রোগী ঢাকা পাঠানো হয়। এ বিষয়ে নরসিংদী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছি এবং আসামাীদের দ্রুত গ্রেফতারের দাবী জানাচ্ছি।