শনিবার, ২৭ Jul ২০২৪, ০৯:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে ভূমি অধিগ্রহণের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ নরসিংদী বেলাবতে ব্যবসায়ীর বাড়িতে হামলা,প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর. পক্ষ থেকে এমপিকে উষ্ণ সংবর্ধনা পলাশে তিন বছরের শিশু মাইশার লাস উদ্ধার আটক ৩ নরসিংদী জেলা শিবপুর উপজেলায় সরকারি ইটের সলিং রাস্তা উঠিয়ে ফেলেছে দুষ্কৃতকারীরা বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য অকুতোভয় রাজনীতিক প্রখ্যাত সাংবাদিক কামাল হায়দার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত এশাআতে দ্বীন নু্রানী তালিমূল কোরআন ক্যাডেট মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের মাঝে পু্রুষ্কার বিতরণ লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও করতে হবে……… আলহাজ্ব মোঃ সামসুল ইসলাম মোল্লা নরসিংদীর শিবপুর সাব রেজিস্ট্রার নেই ..হতাশায় গ্রাহক চিত্রশিল্পী আল-আমীনের আঁকা ছবি গুলো সংরক্ষণের প্রয়োজন
নরসিংদীতে স্টেডিয়াম মার্কেটে চাঁদা দাবী, সন্ত্রাসী হামলায় আহত ৩

নরসিংদীতে স্টেডিয়াম মার্কেটে চাঁদা দাবী, সন্ত্রাসী হামলায় আহত ৩

নিজস্ব প্রতিবেদকঃ

গত ৩১শে ডিসেম্বর নরসিংদী মোসলেহ্ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম মার্কেটের ব্যবসায়ী সাহাদাত হোসেনের কাছে ইংরেজী নববর্ষ থার্টি ফাস্ট নাইট উদযাপনের জন্য চাঁদা দাবী করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে সন্ত্রাসী হামলায় আহত হয় স্টেডিয়াম মার্কেটের স্টাফ সহ ৩ জন। অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, একাধিক মামলার আসামী ১। সাকিব, পিতা- সানোয়ার, ২। আতিক, পিতা- আমজাদ, ৩। সালমান, পিতা- খোরশেদ আলম, ৪। নুরা সজিব, পিতা- অজ্ঞাত, ৫। তানজিদ, পিতা- অজ্ঞাত, ৬। সোহান, পিতা- অজ্ঞাত, ৭। কাউসার, পিতা- অজ্ঞাত, ৮। সিয়াম, সর্বসাং- বিলাসদী গং দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে স্টেডিয়াম মার্কেটে ব্যবসায়ী সাহাদাত হোসেনের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। ব্যবসায়ীরা চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে এলোপাথারি হামলা, ভাংচুর ও লুটপাট করে। হামলায় আহত হয় ফুটবলার সাহাদাত, পিতামৃত- আব্দুল মান্নান, ২। স্টেডিয়ামের স্টাফ সজিব, পিতামৃত- সাদেক মিয়া, ৩। আশিক মিয়া, পিতা- ইয়া রহমান। সজিব মারাত্মক রক্তাক্ত জখম অবস্থায় ঢাকা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আহত ফুটবলার সাহাদাত জানায়, থার্টি ফাস্ট নাইট পালন করার জন্য আমাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। করোনায় ব্যবসা মন্দা তাই আমরা চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে এ হামলা চালায়। মামলার বাদী ইয়াকুব জানায়, সন্ত্রাসীদের হামলায় আহতদের নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে তারা পুণরায় আবারও হামলা চালায়। উপায়ান্ত না দেখে নিরাপত্তার জন্য নরসিংদী মডেল থানায় আশ্রয় নিয়ে পুলিশি সহযোগিতায় এ্যাম্বুলেন্স যোগে উন্নত চিকিৎসার জন্য রোগী ঢাকা পাঠানো হয়। এ বিষয়ে নরসিংদী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছি এবং আসামাীদের দ্রুত গ্রেফতারের দাবী জানাচ্ছি।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD