নিজস্ব প্রতিবেদকঃ
৯ জানুয়ারি নরসিংদী সদর উপজেলা মোড়ে নারী উদ্যোক্তা কাউন্সিলের সভাপতির ” নবরঙ ” বুটিকসের শো রুম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনবান্ধব জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, ইসলাম ব্যবসাকে হালাল করেছে। হযরত খাদিজা (রাঃ) একজন সফল ব্যবসায়ী ছিলেন। সৎভাবে ব্যবসা করা উত্তম এবাদত। অতি মুনাফা করা চলবে না। আমি নারী উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য এসেছি। নারীদের পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। আমি নবরঙ বুটিকসসহ সকল নারী উদ্যোক্তাদের সফলতা কামনা করছি।
স্বাস্থ্য বিধি মেনে উৎসবে বাঙালিয়ানা ” নবরঙ ” এর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী নরসিংদী নারী উদ্যোক্তা কাউন্সিলের সভাপতি মিসেস কামরুন নেছা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহ আলম মিয়া, নেজারত ডেপুটি কালেক্টর মোঃ শাহরুখ খান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউসার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রইস আল রেজুয়ান, নরসিংদী ১০০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এ এন এম মিজানুর রহমান, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, নরসিংদী রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি হাজী আব্দুস সাত্তার, নাসিব নরসিংদীর সভাপতি মোঃ রোস্তম আলী, উপজেলা মোড় ব্যবসায়ী সমিতির সভাপতি মুহাম্মদ জয়নুল আবেদীন, নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক।
নবরঙ এর স্বত্বাধিকারী কামরুন নেছা বলেন, পোশাক পরিচ্ছেদে একজন মানুষের ব্যক্তিত্ব প্রকাশ পায়। মানানসই রুচিশীল পোষাক মানুষকে স্মার্ট দেখায়। নবরঙে নববর্ষ, একুশ, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ঈদ ও সিজন অনুয়ায়ী নারী পুরুষ ও শিশুদের পোশাক সুলভ মূল্যে পাওয়া যাবে।