নিজস্ব প্রতিবেদকঃ
নরসিংদী সদর উপজেলা মাধবদী থানা মেহেরপাড়া ইউনিয়ন এ কুড়েরপাড় কেন্দ্রীয় জামে মসজিদ ১৩ ই জানুয়ারি বুধবার শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়নে এর সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুল হাসান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি শামসুল আলম । এসময় উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ সদস্য আব্দুল হালিম খান, আরো উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের পরিচালক মোতালিব , ব্রাদার ডাইং এর পরিচালক হাজী আইয়ুব আলী, মসজিদ কমিটির সহ-সভাপতি সিরাজ মিয়া, সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ । মেহেরপাড়া ইউনিয়ন এর সফল চেয়ারম্যান মাহবুবুল হাসান বলেন, মসজিদ মাদ্রাসা খেদমত করতে পারলে নিজেকে ধন্য মনে করি আমি, মেহেরপাড়া ইউনিয়ন এ ব্যাপক উন্নয়ন করেছি, বর্তমানে মেহেরপাড়া ইউনিয়ন নরসিংদী জেলার মাঝে একটি উন্নয়নের রোল মডেল । আগামী দিনে মেহেরপাড়া ইউনিয়ন আরো সুন্দর ও নান্দনিক হবে। আমি আপনাদের দোয়া ও সমর্থন চাই । আমি আজীবন আপনাদের সেবায় কাজ করে যাব এবং আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসার সেবা করব ।