শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
ঢাকাস্থ শিবপুর কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি বজলুল গণি, সাধারণ সম্পাদক রিপন লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠিত মনজুর এলাহীর নতুন বাড়ির কাজের শুভ উদ্বোধন নরসিংদীতে কৃষকদের মানববন্ধন নরসিংদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস দল চ্যাম্পিয়ন নরসিংদীতে পিকআপ ভর্তি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার অবিলম্বে নির্বাচন দিন, নির্বাচিত সরকারই প্রয়েজনীয় সংস্কার করবে ————- গিয়াস উদ্দিন কাদের চৌধুরী কৃষক দলের কেন্দ্রীয়নেতা বিল্পবকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন খবর প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ শিবপুরে ব্যাবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার পলাশে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় ইউপি সদস্য নিহত
নরসিংদীর ২ পৌরসভায় মেয়র পদে ১২ জনসহ মোট ১২৬ জনের মনোনয়ন পত্র জমা

নরসিংদীর ২ পৌরসভায় মেয়র পদে ১২ জনসহ মোট ১২৬ জনের মনোনয়ন পত্র জমা

নিজস্ব প্রতিবেদকঃ
চতুর্থ ধাপে পৌর নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করতে নরসিংদীর ২ পৌরসভায় মেয়র পদে ১২ জনসহ মোট ১২৬ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।  এর মধ্যে নরসিংদী পৌরসভায় মেয়র পদে ৭ জনসহ মোট ৬৬ জন এবং মাধবদী পৌরসভায় মেয়র পদে ৫ জনসহ মোট ৬০ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন।
নরসিংদী নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে নরসিংদী পৌরসভায় প্রতিদ্বন্ধিতা করতে মেয়র পদে ৭ জন, সংরক্ষিত ৩ টি মহিলা ওয়ার্ডে কাউন্সিলর পদে ১২ জন ও ৯টি সাধারণ ওয়ার্ডে ৪৭ জন কাউন্সিলর পদে তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছে। মেয়র যারা মনোনয়ন পত্র জমা দিয়েছেন তারা হলেন, ইসলামী আন্দোলনের আসাদুল হক, বিএনপি’র হারুণ অর রশিদ, আওয়ামী লীগের আমজাদ হোসেন বাচ্ছু, আশরাফুল ইসলাম সরকার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে , এস এস কাউয়ুম, মোন্তাজ উদ্দিন ভূইয়া ও রিপন সরকার।

অপর দিকে মাধবদী পৌর সভায় মেয়র পদে ৫ জন, ৪ টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে কাউন্সিলর পদে ১২ জন ও ১২ টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪৩ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মেয়র পদে যারা মনোনয়ন পত্র দিয়েছেন তারা হলেন, বিএনপির মনির হোসেন, আওয়ামী লীগের মোশাররফ হোসেন মানিক স্বতন্ত্র আনোয়ার হোসেন, ফরিদা ইয়াছমিন ও মনির হোসেন শামিম।
উল্লেখ্য আগামী ১৪ ফেব্রুয়ামী চতুর্থ ধাপে দেশে ৫৬ টি পৌর সভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মধ্যে নরসিংদী সদর উপজেলার  নরসিংদী পৌরসভা (ব্যালটে) ও মাধবদী পৌরসভার(ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার (১৭ জানুয়ারী) মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন উল্লেখ যোগ্য প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দেন। আগামী ১৯ জানুয়ারী মনোনয়ন পত্র বাচাই, ২৬ জানুয়ারী প্রত্যাহারে শেষ দিন এবং ২৭ জানুয়ারী প্রতিক বরাদ্ধ দেওয়া হবে।
মনোনয়ন পত্র মজা দিতে অনেক প্রার্থীই তাদের কর্মী-সমর্থকদের সাথে নিয়ে আসেন। আবার অনেকে নিজে না এসে তাদের প্রতিনিধি দিয়ে মনোনয়ন পত্র জমা দেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD