শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন

শিরোনাম :
মনোনয়ন যে পায় তার পক্ষেই কাজ করবো———-মন্জুর এলাহী শিবপুরে শহীদ আসাদ দিবস পালিত নরসিংদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে র‍্যাবের অভিযানে অবৈধ পণ্য সহ গ্রেফতার এক নরসিংদীতে আধিপত্য বিস্তার কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ নরসিংদীর রায়পুরায় ভ্রাম্যমান আদালত কে লক্ষ্য করে গুলি নরসিংদীর শিবপুরে তারুণ্য মেলার উদ্বোধন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীর প্রতিবাদ লেবুতলা ইউনিয়ন কৃষক দলের নতুন কমিটি গঠন কবর বাসীর মাগফিরাত কামনায় হেরার আলো ইসলামী পাঠাগারের আয়োজনে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
শিবপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ আসাদ দিবস পালিত

শিবপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ আসাদ দিবস পালিত

শিবপুর প্রতিনিধিঃ
নরসিংদীর শিবপুরে শহীদ আসাদের ৫২তম মৃত্যুবার্ষিকী ২০ জানুয়ারী (বুধবার) পালিত হয়েছে। এ উপলক্ষে শিবপুরে ১৯৬৯ এর গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ মোহাম্মদ আসাদুজ্জামান আসাদের ধানুয়াস্থ সমাধিস্থলে সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন প্রভাত ফেরীসহ পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে।
যারা শহীদ আসাদের সমাধিস্থলে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন তারা হলেন নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মন্জুর এলাহী, শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজ, শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাইস্কুল এন্ড কলেজ, শিবপুর উপজেলা বিএনপি, শিবপুর প্রেসক্লাব, শিবপুর উপজেলা ছাত্রদল, শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজ শাখা ছাত্রলীগ ও ছাত্রদল, ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদবিরোধী জাতীয় কমিটি নরসিংদী, জাতীয় মুক্তি কাউন্সিল নরসিংদী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি নরসিংদী, হাতিরদিয়া দিবস উদযাপন কমিটিসহ নানা সংগঠন।
পুস্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনায় নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর এলাহী বলেছেন, শহীদ আসাদ কোন দলের কিংবা গোষ্ঠীর নয়। শহীদ আসাদ দেশের সম্পদ, বাংলাদেশের সম্পদ, তথা বাংঙ্গালীর অংশ। দেশের স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করতে শহীদ আসাদের ভূমিকা অন্যতম। শহীদ আসাদ একটি প্রতিষ্ঠান, একটি ইতিহাস। কিন্তু আজকে শহীদ আসাদের যথাযথ মূল্যায়ন হয়নি। আমি যদি ভবিষ্যতে কোনদিন সুযোগ পাই তাহলে শহীদ আসাদ দিবসটি যাতে রাষ্ট্রীয় ভাবে পালন করা হয় এবং তার দেশ প্রেম, স্মৃতি ও আদর্শ গোটা দেশবাসী যাতে জানতে পারে সেইভাবে কাজ করব।
উল্লেখ্য ৬৯ এর ২০ জানুয়ারী তৎকালীন স্বৈরাচারী আইয়ুব সরকারের বিরুদ্ধে ঐতিহাসিক ১১ দফা আন্দোলনের হরতাল চলাকালে ঢাকা মেডিকেল কলেজের সামনে (চাঁনখারপুল) পুলিশের গুলিতে তিনি নিহত হন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD