নরসিংদীর শিবপুর উপজেলার ঘাশিরদিয়া এলাকায় নির্মাণাধীন বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড (ট্রান্সকম) ৩৯ জন শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। ছাঁটাইকৃত শ্রমিকদেরকে চাকরিতে পুনর্বহালের দাবিতে ৭ ফেব্রুায়ারি রবিবার সকালে নির্মাণাধীন কারখানার ভিতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। সিবিএ এর সভাপতি মোস্তফা কামাল জানান, বিনা নোটিশে গত ১লা ফেব্রুয়ারি ট্রান্সকম ৩৯ জন শ্রমিক ছাঁটাই করেছে। চাকরি হারিয়ে গতকাল শাহ আলম হাওলাদার(৫৫) হার্ট অ্যাটাক করে মৃত্যু বরণ করেছেন।মোল্লা বাবুল (৫০) নামের আরেক জন হাসপাতালে আইসিইউ চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আমাদের সাথে কোন প্রকার আলোচনা ছাড়াই অনৈতিক অন্যায় ভাবে অভিজ্ঞ শ্রমিকদেরকে ছাঁটাই করে নতুন শ্রমিক নিয়োগ দিচ্ছে। ছাঁটাইকৃত ৩৯ জন শ্রমিককে চাকরিতে পুনর্বহাল না করলে বাধ্য হয়ে কঠোর আন্দোলনে নামতে হবে।বিক্ষুব্ধ শ্রমিক মিয়ার উদ্দিন বলেন, ট্রান্সকম কর্তৃপক্ষ আমাদেরকে কোনো রকম কারণ ছাড়াই জোরপূর্বক ছাঁটাই করেছে। আমাদের জীবন এখন অনিশ্চয়তায়। আমাদের দাবি একটাই কর্তৃপক্ষ আমাদেরকে কাজে পুনর্বহাল করতে হবে।প্রশাসনিক কর্মকর্তা সোহব্বত আলী জানান, ম্যানেজমেন্ট কতৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড শ্রমিকদেরকে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ধারা ২৬ এর মতে চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।