নিজস্ব প্রতিবেদকঃ
শুক্রবার ১৯ ফেব্রুয়ারি বাদ আসর নরসিংদী সদর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়, নরসিংদীর আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক আমিনুল হকের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল এবং স্বরণসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নরসিংদী সদর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি বাবু জয়দেব বর্মন, সভা পরিচালনা করেন নরসিংদী সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবুল ও যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন। এ সময় বক্তব্য রাখেন নরসিংদী প্রেসক্লাবের সদস্য ও নরসিংদী সারাদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক এটিএম মোস্তফা বাবর, পলাশ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাজী জাহিদ, বিশিষ্ট শিল্পপতি সাইফুল ইসলাম তারা, আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হাজী মোস্তফা মিয়া, নরসিংদী সদর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক শামসুল আলম ডিপটি, সদর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রেজাউল করিম, নরসিংদী জেলা ক্রাইম রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আকিকুল ইসলাম স্বপন, নরসিংদী সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক সাখাওয়াত প্রধান, নরসিংদীর কাগজ পত্রিকার নির্বাহী সম্পাদক খায়রুল ইসলাম, নাজাত ২৪ টিভি চেয়ারম্যান আর এ লায়ন সরকার, সদর প্রেস ক্লাবের সদস্য রফিকুল ইসলাম রমজান, আলম, হাসান সরকার প্রমুখ। সভা শেষে নরসিংদীর আলোর প্রকাশক ও সম্পাদক সহ সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রথম সম্পাদক ফজলুর হক স্যার, নরসিংদীর খবর এর সম্পাদক হাবিবুল্লাহ বাহার, নরসিংদী কথা সম্পাদক মজনু সাহেবের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং নরসিংদী সদর প্রেসক্লাবের সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।