নিজস্ব প্রতিবেদকঃ
৪ মার্চ বৃহস্পতিবার মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব ডঃ শ্রীকান্ত কুমার চন্দ্রের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে নরসিংদী সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক সেলিনা বেগম। তিনি নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আব্দুল বাসেত ভূঁইয়ার সহধর্মীনি ও নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আলীর ছোট বোন। অধ্যাপক সেলিনা বেগম এর এই পদোন্নতি হওয়ার কারণে নরসিংদী জেলার বিভিন্ন ব্যক্তিবর্গসহ সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নতুন অধ্যক্ষের উন্নতি সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছেন শুভাকাঙ্ক্ষীগন। নরসিংদী জেলার বিভিন্ন শিক্ষাবিদ ও ছাত্র-ছাত্রীদের আশা নতুন অধ্যক্ষের নতুন কর্মস্থলে যোগদানের ফলে নরসিংদী সরকারি কলেজের সফলতা আরো এগিয়ে যাবে।