নিজস্ব প্রতিবেদকঃ
নরসিংদীতে গণহত্যা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জ্ঞাপন করেন নরসিংদীবাসী। জেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এ কর্মসূচি পালন করেন। বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টায় শহরের সার্কিট হাউজের সামনে থেকে সদর উপজেলা মোড়স্থ প্রেসক্লাব পর্যন্ত সড়কের উভয় পাশে জেলা প্রশাসনের আয়োজনে এ মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এ সময় শহরের বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ১ মার্চ হতে ২৬ মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে জেলা প্রশাসন। ২৫ মার্চ কালরাত্রি ও গণহত্যা দিবস উপলক্ষে সন্ধ্যা ৭টায় প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এতে স্বাস্থ্যবিধি মেনে অংশ নেয়, জেলা প্রশাসন, জেলা পুলিশ, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধাবৃন্দ, জেলা শিল্পকলা একাডেমী, জেলা শিশু একাডেমী, সুবধাবঞ্চিত শিশুদের সাংস্কৃতিক সংগঠন বাঁধনহারাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা। এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।