নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাড়াতলী ইউনিয়ন পরিষদের মেম্বার শাহ আলমের সমর্থকদের বাড়িঘরে অগ্নিসংযোগের সময় আফসানা আক্তার ১৮ নামে এক তরুণী নিহত হয়েছে। রবিবার ২৭ জুন রাতে এ ঘটনা ঘটে। নিহত তরুণী ও-ই ইউনিয়নের কাচারিকান্দি এলাকার মোঃ নান্নু মিয়ার মেয়ে।
জানা যায়, রবিবার রাতে প্রায় ১৫টি বাড়িঘরে অগ্নিসংযোগ করেন প্রয়াত আব্দুল আজিজ ফজলুর ছেলে শাহ আলমের সমর্থকরা। এসময় আফসানা আক্তার নিহত হয়। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।