স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কুমরাদি গ্রামের পূর্বপাড়ায় তরিকুল ইসলাম নামের এক ব্যক্তি বসবাসের জন্য ভবন নির্মাণ করছেন। ভবনটির একতলার ছাদ দেওয়া পর্যন্ত কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে ওই ছাদে খেলতে যায় মোহনসহ চার শিশু। একপর্যায়ে মোহন একতলা ছাদ থেকে পড়ে যায়। অন্য শিশুরা দৌড়ে তার বাড়িতে গিয়ে খবরটি জানায়। তখন পরিবারের সদস্যরা ছুটে এসে মোহনকে মাটিতে পড়ে থাকতে দেখেন।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন মিয়া বলেন, ‘আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’