নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীতে পুলিশ ও জেলা প্রশাসনের উদ্যোগে ও চেম্বার অব কমার্সের সহযোগিতায় ১ হাজার ৫০০ হতদরিদ্র ও পরিবহন শ্রমিককের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে নরসিংদীর মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ও নরসিংদী আন্ত:জেলা পৌর বাস টার্মিনালে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরণ করেন নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য ও শিল্পমন্ত্রী এ্যাড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, জেলা প্রশাসক আবু নঈম মারুফ খান ও পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম। উপহার সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল ও আলু বিতরণ করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আলী হোসেন শিশির সহসভাপতি জাকির হোসেন, কাজিম উদ্দিন, আলামিন মিয়া সহ চেম্বারের পরিচালকবৃন্দ ।