নিজস্ব প্রতিনিধি
শিবপুর উপজেলা যুবলীগের উদ্যোগে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. হারুনুর রশীদ খানের রোগমুক্তি (করোনা পজেটিভ) কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার (৩০) বিকাল ৫টায় উপজেলা যুবলীগের কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী। উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুল আলম মোল্লা তাজুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের উপ-প্রচার সম্পাদক খোকন সরকার, উপজেলা যুবলীগের সহসাধারণ সম্পাদক এড. মোবারক হোসেন মোমেন, প্রচার সম্পাদক আলম ভূঁইয়াসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।