পলাশ প্রতিনিধি
সম্পূর্ণ অরাজনৈতিক, স্বাধীন ও মুক্ত সাহিত্য চর্চার উন্মুক্ত প্রত্যয় নিয়ে “পলাশ সাহিত্য সংসদ” নামে নতুন একটি সাহিত্য সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে নবীন ও প্রবীণ লেখকদের উপস্থিতিতে এক সভা শুক্রবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় নরসিংদীর পলাশ শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কবি শাহ্ বোরহান মেহেদীর সভাপতিত্বে ও কবি নাসিম আজাদের সঞ্চালনায় সংগঠনটির গঠনকল্পে আলোচনায় অংশ নেন, কবি জাকির হোসেন মুরাদ, মেজবাহ উদ্দিন ভূঁইয়া, মশিউর রহমান দূর্জয় ও মাজেদুল হক শরীফ। অনুষ্ঠানে সর্বসম্মতি ক্রমে কবি শাহ্ বোরহান মেহেদীকে আহবায়ক, নাসিম আজাদকে যুগ্ম আহবায়ক, মেজবাহ উদ্দিন ভূইয়াকে সদস্য সচিব ও কবি মশিউর রহমান দূর্জয়কে যুগ্ম সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, কবি জাকির হোসেন মুরাদ, মাজেদুল হক শরীফ, আলামিন মুন্সি, আনিছা আনার,রফিকুল নাজিম ও মোস্তফা এছলাহী।