শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১০:২৭ অপরাহ্ন

শিরোনাম :
শিবপুরে পুজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক শিবপুরে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন নরসিংদীতে গলা কেটে হত্যার আসামি দুই ভাই গ্রেফতার হাতিরদিয়া আইএফআইসি ব্যাংকের শাখার উদ্যোগে আর্থিক সাক্ষরতা নিরাপদ ভবিষ্যৎ মতবিনিময় সভা অনুষ্ঠিত মনোহরদীতে হিন্দু সম্প্রদায়ের সাথে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ডৌকারচর ইউনিয়নে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শিবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্ডপে অনুদান বিতরণ শিবপুরে তোফাজ্জল হোসেন মাষ্টারের ব্যক্তিগত কার্যালয়ের উদ্বোধন  নরসিংদী কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী নরসিংদীতে পি‌বিআইয়ের হা‌তে হত্যা মামলার ২আসামী গ্রেফতার
মাধবদীর পৌর মেয়র এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাধবদীর পৌর মেয়র এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাধবদী প্রতিনিধিঃ

মাধবদী পৌরসভার জননন্দিত পৌর মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ২৩শে অক্টোবর শনিবার সকাল ১১টায় মাধবদী পৌরসভা হলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করেন মাধবদী পৌরসভার সকল কাউন্সিলর বৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর ও (প্যানেল মেয়র-২) মোঃ মনিরুজ্জামান মনির শাহ্। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, মামলার বাদী মোহাম্মদ আনোয়ার হোসেন প্রতিহিংসাপরায়ণ হয়ে বর্তমান সময়ের সবচাইতে জনপ্রিয় মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক এর বিরুদ্ধে একটি মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেন। তিনি আরো জানান মেয়র এর সম্মানহানি ও তাকে বিতর্কিত করার উদ্দেশ্যে এ মামলা দায়ের করা হয়েছে। লিখিত বক্তব্যে আরও জানানো হয় যে, গত ১৬ই জুন ২০২১ তারিখে বাদী আনোয়ার হোসেন ও জাকারিয়া এই দুই ভাইয়ের নেতৃত্বে কিছু দুষ্কৃতিকারী পৌর ভবনে অবস্থানরত মেয়রের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক স্লোগান দিতে দিতে আক্রমণাত্মক ভঙ্গিতে পৌর ভবনের দিকে অগ্রসর হতে থাকে। তখন সাধারণ জনতা প্রতিরোধ গড়ে তোলে, প্রশাসনের বাধা ও জনতার প্রতিরোধের মুখে জাকারিয়া জনতার উদ্দেশ্যে অস্ত্র তাক করেন এবং গুলি ছোড়েন, তখন জনতার ধাওয়া খেয়ে পালানোর সময় বাদীপক্ষের মোহাম্মদ জাকারিয়া আত্মঘাতী ভাবে আক্রান্ত হন। এই ঘটনাটিকে কেন্দ্র করে বাদীপক্ষ ষড়যন্ত্রমূলক ও প্রতিহিংসামূলক ভাবে মেয়র এর উপর দোষ চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। সংবাদ সম্মেলন থেকে এই মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং অবিলম্বে এই মামলাটি প্রত্যাহারের জোর দাবি জানানো হয়। মাধবদী থানায় মামলা নং ১৫, তাং ১৮ জুন ২০২১ ইং। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাধবদী শহর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ, মাধবদী প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন ভূঁইয়া ভিপি জসিম, পৌরসভার প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শেখ ফরিদ, ১নং ওয়ার্ড কাউন্সিলর পরিমল ঘোষ, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রাজিব আহাম্মেদ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির শাহ্, ৫নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর হায়দার আলী, ৮নং ওয়ার্ড কাউন্সিলর গৌতম ঘোষ, ৯নং ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন , ১১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নওশের ও সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলার পেয়ারা বেগম, ফরিদা ইয়াসমিন, ফাতেমা বেগম, মায়ারাণী দেবনাথ। মাধবদী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ হোসেন আলী সহ মাধবদী প্রেসক্লাব ও বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD