শিবপুর প্রতিনিধি
নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুরে মরহুম সুবেদার মেজর মনসুর আহমেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে । স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শনিবার (২৩ অক্টোবর) লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই উদ্বোধনী টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুঁইয়া রাখিল,সহ-সভাপতি আলহাজ্ব মহসিন নাজির, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মেরাজুল হক মেরাজসহ শিবপুর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মরহুম সুবেদার মনসুর আহমেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সার্বিক সহযোগীতায় ছিলেন বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লা আল মঈন ঝুটন। উদ্বোধনী খেলায় শিবপুর জয়নগর ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ দাউদপুর ফুটবল একাডেমিকে হারিয়ে বিজয়ী হয়। আগামী ১৬ ই ডিসেম্বর টুর্নামেন্টের চূড়ান্ত খেলা।