নিজস্ব প্রতিবেদক
আসন্ন ঘোড়াশাল পৌরসভা নির্বাচন উপলক্ষ্য আওয়ামীলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আল-মুজাহিদ হোসেন তুষারের নৌকা প্রতিকের সমর্থনে সোমবার বিকেলে মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক এস এম মান্নানের নেতৃত্বে ঘোড়াশাল পৌর এলাকার পোস্ট অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক সৈয়দ জয়নাল হোসেন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আতাউর রহমান, ঘোড়াশাল শহর ছাত্রলীগের সভাপতি শমসের খান রুবেল ও উপজেলা শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের সভাপতি সৈয়দ কামরুল হাসানসহ স্থানীয় নেতাকর্মীরা।