শিবপুর প্রতিনিধিঃ
নরসিংদীর শিবপুর প্রেসক্লাবে একটি কম্পিউটার প্রদান করলেন ঢাকা বিমানবন্দর টার্মিনাল-৩ এর সিনিয়র ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক। শনিবার (৩০ অক্টোবর) দুপুরে ক্লাব কার্যালয়ে এক কম্পিউটার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল। প্রেসক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন খান নিপুন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন স্বপন প্রমূখ। এরপূর্বে ইঞ্জিনিয়ার এনামুল হক শিবপুর মজলিশপুর সরকারী বালক প্রাথমিক বিদ্যালয়ে একটি ল্যাপটপ প্রদান করেন।