রায়পুরা প্রতিনিধিঃ
নরসিংদীর রায়পুরায় হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি কাভার্ড ভ্যান সংঘর্ষে চালক নিহত সহ ১০ জন বাসের যাত্রী আহত হয়েছে। রোববার সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নীলকুঠি বাসস্ট্যান্ড এলাকায় এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত কাভার্ড ভ্যান চালক বরিশাল গৌরনদী উপজেলার বংকুড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আশিকুর রহমান (৩০)। তিনি প্রাণ-আরএফএল গ্রুপের একটি কাভার্ড ভ্যানের নিয়মিত চালক। হবিগঞ্জ থেকে ওই কাভার্ড ভ্যানটি চালিয়ে তিনি নরসিংদীর পলাশের ঘোড়াশালে ফিরছিলেন। সকাল ১০টার দিকে রায়পুরার নীলকুঠি বাসস্ট্যান্ড অতিক্রমের সময় ওই বাস ও কাভার্ড ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুটো গাড়িরই সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এই দুর্ঘটনায় বাস চালকসহ মোট ১১ জন আহত হন ও কাভার্ড ভ্যানের চালক আশিকুর রহমান হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।