শিবপুর প্রতিনিধি
নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামীলীগকে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ নভেম্বর) বিকালে উপজেলার ইটাখোলা গোল চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. হারুনুর রশীদ খান। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মহসিন নাজির এর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব।
এসময় উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় আসন্ন ইউপি নির্বাচনে উপজেলার ৭টি ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীগণ বক্তব্য রাখেন এবং চেয়ারম্যান পদে দলের মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজেদের ঘোষণা করেন। এসময় প্রতি ইউনিয়নে একাধিক মনোনয়ন প্রত্যাশী হলেও তাদের মধ্যে যে কেউ চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাবেন তাদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন।
সভায় প্রধান অতিথি আলহাজ্ব হারুনুর রশিদ খান বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে আমি এমপি পদপ্রার্থী। আপনারা আমার জন্য দোয়া করবেন।’