শিবপুর প্রতিনিধিঃ
নরসিংদীর শিবপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। ১৪ ডিসেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবিরুল ইসলাম খান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরুখ খান, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দীন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্লপনা কর্মকর্তা ফারহানা আবেদীন,উপজেলা পরিকল্পনা কর্মকর্তা দ্বীন মোহাম্মদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার সোহরাব হোসেন ভূঞা, , উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আজিজুল হক ভুলু মাস্টার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাদির কিবরিয়া, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী প্রমুখ।
উল্লেখ্য,১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাংলাদেশ তার সূর্য সন্তানদের হারিয়েছিল। জাতিকে মেধাশূন্য করতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার, আল বদর, আল শামস, বুদ্ধিজীবীদের হত্যা করে।