নিজস্ব প্রতিবেদক
আসন্ন ইউপি নির্বাচনে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোঃ স্বপন মেম্বার প্রার্থী হিসেবে ৩ নং ওয়ার্ডবাসী সহ সাধারণ জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। এদিকে প্রার্থীরা জনগণের কাছে ঘুরে ঘুরে তাদের নিজের সমর্থন আদায় করছেন। জনগণ ও তাদের পছন্দের প্রার্থীর কথা প্রচার করছেন দিনভর। জমে উঠেছে গ্রামগঞ্জের হাটবাজারের চায়ের দোকানগুলো। তেমনি মনোহরদী থানাধীন কাঁচিকাটা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে জমে উঠেছে নির্বাচনের প্রচার প্রচারণা। ৩নং ওয়ার্ডের সাধারণ ভোটাররা বলেন। মোঃ স্বপন বলেন, সমাজের বিভিন্ন কর্ম কান্ড পরিচালনা করার জন্য সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ ভোটারদের সুখ-দুঃখ ভাগ করে নিয়েছি, আগামী ইউপি নির্বাচনে ইউপি সদস্য হয়ে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার মনস্থির করছি। আমি আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি। আমি বিশ্বাস করি সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই। মাদকরোধে, সরকারের দেওয়া ত্রাণ সামগ্রিক সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দিব। হানাহানি, মারামারি, রেষারেষি ও ব্যাক্তি আক্রোশ নিরসন করে একটি আদর্শ ওয়ার্ড গঠন করার চেষ্টা করব। ইনশাআল্লাহ! কাঁচিকাটা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ঘুরে দেখা যায় জনমত জরিপে মেম্বার প্রার্থী মোঃ স্বপন ভ্যান গাড়ি প্রতীক নিয়ে জনপ্রিয়তা শীর্ষে রয়েছেন। ভোটাররাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন মোঃ স্বপন কে ভ্যান গাড়ী মার্কায় ভোট দেয়ার জন্য।