নরসিংদী প্রতিনিধি
২৯ ডিসেম্বর বুধবার বিকেলে নরসিংদীতে দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবীতে শহরের চিনিশপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী আহমেদ।
জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সদস্য আব্দুল কাদির ভুইয়া জুয়েল, আকরামুল হাসান মিন্টু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সহসভাপতি মনজুর এলাহী, সিনিয়র যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।
এর আগে সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে যোগ দেন। এসময় তারা খালেদার মুক্তি দাবি করে স্লোগান দেয়।