শনিবার, ২৭ Jul ২০২৪, ০৯:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে ভূমি অধিগ্রহণের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ নরসিংদী বেলাবতে ব্যবসায়ীর বাড়িতে হামলা,প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর. পক্ষ থেকে এমপিকে উষ্ণ সংবর্ধনা পলাশে তিন বছরের শিশু মাইশার লাস উদ্ধার আটক ৩ নরসিংদী জেলা শিবপুর উপজেলায় সরকারি ইটের সলিং রাস্তা উঠিয়ে ফেলেছে দুষ্কৃতকারীরা বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য অকুতোভয় রাজনীতিক প্রখ্যাত সাংবাদিক কামাল হায়দার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত এশাআতে দ্বীন নু্রানী তালিমূল কোরআন ক্যাডেট মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের মাঝে পু্রুষ্কার বিতরণ লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও করতে হবে……… আলহাজ্ব মোঃ সামসুল ইসলাম মোল্লা নরসিংদীর শিবপুর সাব রেজিস্ট্রার নেই ..হতাশায় গ্রাহক চিত্রশিল্পী আল-আমীনের আঁকা ছবি গুলো সংরক্ষণের প্রয়োজন
শিবপুরে তালেব হোসেন মেমোরিয়াল একাডেমিতে সৃজনশীল পদ্ধতি বিষয়ে কর্মশালা

শিবপুরে তালেব হোসেন মেমোরিয়াল একাডেমিতে সৃজনশীল পদ্ধতি বিষয়ে কর্মশালা

শিবপুর প্রতিনিধি

নরসিংদীর শিবপুরের কামারটেকে প্রতিষ্ঠিত ‘তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি’র শিক্ষকদের সৃজনশীল পদ্ধতি সম্পর্কিত বিষয়ে শনিবার (৮জানুয়ারি) দিনব্যাপী ইন-হাউজ প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শ্রী গৌতম চন্দ্র মিত্র। কর্মশালার উদ্বোধন করেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন।

একাডেমি পরিচালনা পরিষদের সভাপতি সহকারি অধ্যাপক তফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন একাডেমির প্রতিষ্ঠাতা রোটারিয়ান মোঃ বশিরুল ইসলাম বশির।

প্রধান অতিথির ভাষণে জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র বলেন, শিক্ষার মান উন্নয়নের শিক্ষকদের প্রশিক্ষণ গ্রহণ একটি অত্যাবশ্যক বিষয়। শুধু বিষয় ভিত্তিক প্রশিক্ষণ নিলেই হবে না, শিক্ষকদের শ্রেণিতে পাঠদানের আগে নিজেদেরকেও নিয়মিত প্রচুর পড়ালেখা করতে হবে। তাহলেই শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সহায়ক হবে।

কর্মশালায় বাংলা, বিজ্ঞান ও আইসিটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন যথাক্রমে বাংলা বিষয়ের মাস্টার ট্রেইনার নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জহুরা খাতুন,একই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিজ্ঞান বিষয়ের মাস্টার ট্রেইনার মোঃ আবুল হাশেম ও নরসিংদী জামেয়া-ই-কাশেমিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক আইসিটি বিষয়ের মাস্টার ট্রেইনার মোঃ মনির হোসেন।
দিনব্যাপী এ কর্মশালায় একাডেমির ২৬ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণকালে বিদ্যালয়ের বিভিন্ন দিক পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও অতিথিবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD