শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর উপজেলার নবাগত নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাত সাংবাদিকদের সাথে পরিচিতি সভা ও মতবিনিময় করেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে পরিচয় পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আমল ভূইয়া রাখিল, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এসএম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আফির হাসানসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় সাংবাদিকরা শিবপুর প্রেসক্লাবের স্থায়ী ভবনসহ উপজেলার বিভিন্ন বিষয়ে মুক্ত আলোচনা করলে, নবাগত নির্বাহী অফিসার সেগুলো বাস্তবায়ন করার আশ্বাস দেন । এছাড়াও সকলের সার্বিক সহযোগিতায় কামনা করেন তিনি। শিবপুরে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে গত রবিবার (১৬ জানুয়ারি) শিবপুর উপজেলায় যোগদান করেছেন জিনিয়া জিন্নাত। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিনিয়া জিন্নাত ৩৩তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে চাকরিতে যোগদান করেন। তিনি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা।