নিজস্ব প্রতিবেদক
নরসিংদী রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের বিটি মরজাল গ্রামে মৃত সাফিউদ্দীন এর পুত্র কলেজ শিক্ষক এমদাদুল হক খোকন এর উপর সন্ত্রাসি হামলার অভিযোগ পাওয়া গেছে। আহতের পরিবার ও এলাকা বাসির সূত্রে জানা যায়, গত ৯ই ফেব্রুয়ারি আনুমানিক বিকাল ৫ ঘটিকার সময় সাবেক চেয়ারম্যান সানজিদা সুলতানা (নাছিমা) এর নেত্রিতে পাভেল, নাহিদ হাসান, সহিদ, মোমেন মুন্না ও সোহেল দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে কলেজ শিক্ষকের উপর হামলা করে। কলেজ শিক্ষকে রক্ষা করতে মার্জিয়া এগিয়ে আসলে সন্ত্রাসীরা তার উপরও হামলা করে। হামলায় খোকন ও মার্জিয়া মাটিতে লুটিয়ে পরলে এলাকাবাসী উদ্ধার করে কলেজ শিক্ষক খোকনকে নরসিংদী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। বর্তমানে কলেজ শিক্ষক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এলাকাবাসী জানায়, সাবেক চেয়ারম্যান সানজিনা সুলতানা (নাছিমা) নির্বাচনের পরাজিত হয়ে এলাকার জনগণের উপর আক্রোস বশত এ সকল সন্ত্রাসী হামলা চালায়। আরো জানায়, চেয়ারম্যান থাকাবস্থায় লাঠিয়াল বাহিনী তৈরী করে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিল। এ বিষয়ে কলেজ শিক্ষক খোকন থানায় অভিযোগ দায়ের করেছে। এলাকাবাসী সানজিদার অত্যাচার থেকে রক্ষা পেতে উর্ধ্বতন যথাযথ কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করেছে।