নিজস্ব প্রতিবেদক:
পবিত্র মাহে রমজানের ১ম রোজা হতে পুলিশ লাইনস্, নরসিংদীতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ১ম রমজানের দিন পুলিশ লাইনস্, নরসিংদীতে অফিসার ও ফোর্সের সাথে ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম’সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
এছাড়া ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন ড. মশিউর রহমান মৃধা, অধ্যক্ষ, নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ, জনাব মোঃ হাবিবুর রহমান হাবিব, সভাপতি, নরসিংদী প্রেস ক্লাব, সাধারণ সম্পাদক, নরসিংদী প্রেস ক্লাব-সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
নরসিংদী পুলিশ লাইনস্ এর নতুন এবং পুরাতন ডাইনিং-এ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে ২০০ জনেক অধিক পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।পর্যায়ক্রমে প্রতিদিন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থেকে অফিসার ও ফোর্সের ইফতার ব্যবস্থাপনা তদারকিসহ ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন।