নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয় আওয়ামীস্বেচ্ছাসেবকলীগের ৭,৮,৯নং ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই বুধবার বিকাল ৪ঘটিকায় পাঁচদোনা স্যার কে.জি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামীস্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: রাজিব হাসান। সম্মেলনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: আব্দুল হালিম খান। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব মো: মাহবুবুল হাসান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামীস্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মো: জামাল হোসেন। উক্ত সম্মেলনে সর্ব সম্মতি ক্রমে ৭নং ওয়ার্ডে সভাপতি শরিফ মাহমুদ সাধারন সম্পাদক মো: পারভেজ মিয়া, ৮নং ওয়ার্ডে সভাপতি রফিকুল ইসলাম সাধারন সম্পাদক রিয়াজ মাহমুদ,৯নং ওয়ার্ডের সভাপতি জুবায়ের হোসেন সাধারন সম্পাদক নাদিম মাহমুদ নির্বাচিত হন।