নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ এ উন্নীতকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টার দিকে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ চাকরি প্রত্যাশী যুব প্রজন্ম নরসিংদী শাখার সভাপতি সজীব আহমেদ সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন কয়েকশত চাকরি প্রত্যাশী।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর হোসেন, ইডেন কলেজের মুক্তা সুলতানা, সানিয়া সুমি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাজিদ সেতুসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েকশত শিক্ষার্থী।