নরসিংদী প্রেস ক্লাবের সদস্য, দৈনিক দেশ রুপান্তর ও দেশ টিভির জেলা প্রতিনিধি সুমন চন্দ্র বর্মণের বাবা মনোহরদী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নিতাই চন্দ্র বর্মণ ১২ নভেম্বর শনিবার রাতে রাজধানী ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার বিকাল ৪ টায় মনোহরদী পৌর শ্বশান ঘাটের পাশে সমাধীস্থ করা হয়। নিতাই চন্দ্র বর্মণ ব্যবসায় পাশাপাশি মনোহরদী পৌরসভা পুঁজা উৎযাপন কমিটির সহ-সভাপতি হিসেবে দ্বায়িত্বে ছিলেন। তাঁর মৃত্যুতে স্থানীয় সাংসদ ও শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন সহ সকল সাংবাদিকবৃন্দ গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।