নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সদর উপজোলার মাধবদী ফায়ার সার্ভিস রোড সংলগ্ন ভূইয়া কমপ্লেক্সএর ব্যক্তি মালিকানায় পরিচালিত মাধবদী স্বাস্থ্য সেবা মেডিকেল সেন্টার এন্ড হাসপাতাল গুনগত ভাবে সেবার মান ভালো। প্রতিষ্ঠার পর থেকে দক্ষ জনবল দিয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। আসিফ আল শেখ এর মালিকানাধীন স্বাস্থ্য সেবা মেডিকেল সেন্টার ও হাসপাতালটি পূর্বে শুধু একটি ডায়গনষ্টিক সেন্টার ছিল বত্যমানে তা পূর্ণাঙ্গ হাসপাতাল পরিনত হয়েছে। বিধি মোতাবেক হাসপাতাল পরিচালিত হয়ে আসছে। শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক কম্পিউটারাইজড ডায়াগনস্টিক কমপ্লেক্স এন্ড হাসপাতাল। স্বল্প মূল্যে সঠিক সেবা দিতে সাপ্তাহে প্রতিদিনই ভালো ভালো ডাক্তারগন সেবা দিয়ে আসছেন। হাসপাতাল মালিক আসিফ আল শেখ এর সাথে আলাপ কালে তিনি জানান ২০১৯ সাল থেকে ডায়াগনষ্টিক সেন্টার ও ২০২১ সালে হাসপাতাল প্রতিষ্ঠা হয়। সকল প্রকার প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে এবং কিছু কাগজ পত্রিুয়াধীন রয়েছে। হাসপাতাল প্রতিদিন ডিউটি ডাক্তার হিসেবে উপস্থিত থাকেন ডাক্তার মো: সাইফ হোসেন, ডাক্তার মো: আলি আশরাফ ও ডাক্তার মো: আবদুল্লা আল- মামুন। ডিপ্লোমা নার্স হিসেবে দাইত্বে আছেন নাসরিন, ওটিতে ঝুমা ও ওয়ার্ডে হাফসা। ২৪ ঘন্টা জেনারেটার সাভির্সের মাধ্যামে মেডিসিন, অর্থেপেডিক্স সার্জন, ডায়বেটিস,মা ও শিশু রোগের চিকিৎসক এখানে প্রতিদিন সেবা দিয়ে থাকেন। এ বিষয়ে এলাকাবাসি জানায় হাসপাতাল প্রতিষ্ঠালগ্ন থেকেই এখানে সেবার মান ভালো কতৃপক্ষ এখানে অনেক গরিব ও অসহায় রোগীর ফ্রি চিকিৎসা ও ফ্রি অপারেশন করে থাকেন।