নিজস্ব প্রতিবেদকঃ অবশেষে জামিন মুক্তি পেলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া নরসিংদীর শিবপুরের বীর মুক্তিযোদ্ধা বিএনপি নেতা আবু ছালেক রিকাব্দার। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯ টায় দিকে বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদারের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে শিবপুর থানা পুলিশ। পরে শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে তাকে আদালতে হাজির করা হয়। । ওইদিন আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অত:পর বৃহস্পতিবার দুপুরে তার আইনজীবী আদালতে জামিন আবেদন করলে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোস্তাক আহমেদ বীর মুক্তিযুদ্ধা আবু ছালেক রিকাবদারের জামিন মঞ্জুর করেন। পরে তিনি বিকেলে কারামুক্ত হন।